লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় সরকারি কর্মকর্তা ও স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মো. মাহফুজ আলম।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই যোদ্ধা ও তাদের পরিবারকে নিয়ে এ সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাহফুজ আলম বলেন, “উন্নয়নের প্রকৃত সাফল্য আসে যখন জনগণের প্রত্যাশা ও প্রশাসনের উদ্যোগ একত্রে কাজ করে। সরকারের লক্ষ্য হলো সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।”
তিনি আরও বলেন, “আমরা যে অঙ্গীকার নিয়ে এসেছিলাম— বিচারের কাজ শুরু করব, সেটি শুরু করতে পেরেছি। আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচার হবে এবং একটি রায় ঘোষণা হবে। এতে জুলাই শহীদদের পরিবারের কিছুটা হলেও ব্যথা লাঘব হবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. রবিন শীষ। এছাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
বক্তারা স্থানীয় উন্নয়ন, সরকারি সেবা কার্যক্রমের মানোন্নয়ন এবং জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে প্রশাসন ও জনগণের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে উপদেষ্টা মাহফুজ আলম স্থানীয় উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন।













