চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নসিমন ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত সিএনজি চালক মোহাম্মদ নেজাম উদ্দীন (৩২) মারা গেছেন। তিনি উপজেলার রায়পুর ইউনিয়নের চুল্লাজামা এলাকার মো. আনোয়ারের বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৫ নভেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে আনোয়ারা–পিএবি সড়কের শোলকাটা রাস্তার মাথা এলাকায় মাছবাহী একটি দ্রুতগামী নসিমনের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি দুমড়েমুচড়ে যায় এবং চালক নেজাম উদ্দীনসহ এক যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চালক নেজাম উদ্দীন মারা যান। আহত অপর ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয়দের অভিযোগ, আনোয়ারা–পিএবি সড়কটি সরু ও ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত সড়ক সংস্কার ও যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, “সকালে নসিমন ও সিএনজির সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে জানা যায়, আহত সিএনজি চালক চিকিৎসাধীন অবস্থায় চমেকে মারা গেছেন।”












