৮ নভেম্বর ২০২৫

দক্ষিণ রাঙ্গুনিয়ায় চেলাই মদসহ ৬ জন আটক

চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় দেশীয় তৈরি চেলাই মদসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।

জানা যায়, শুক্রবার (৭ নভেম্বর) রাতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিমের নেতৃত্বে এসআই হিমাংশু চন্দ্র সূত্রধর ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। স্থানীয় জনগণের সহযোগিতায় কোদালা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কোদালা চা বাগানের কবরস্থানের উত্তর পাশে কাঁচা রাস্তার মোটরঘরের সামনে থেকে ৮ লিটার দেশীয় তৈরি চেলাই মদসহ তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন
১. মোঃ বেলাল (৩৯) ২. মোহাম্মদ শওকত প্রকাশ বন্ধন (২৫) ৩. মোহাম্মদ রফিকুল আলম (৫৫) ৪. মোঃ ইউসুফ (৪৪) ৫. মোহাম্মদ কামাল উদ্দিন (৫৫) ৬. মোহাম্মদ রফিক (৫৫)

পুলিশ জানায়, আটককৃতদের সবার বাড়ি রাঙ্গুনিয়ার মরিয়ম নগরে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিষয়ে ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন,

“৮ লিটার চেলাই মদসহ ৬ জনকে আটক করে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। পূর্বঘোষিত মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে দক্ষিণ রাঙ্গুনিয়ায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আরও পড়ুন