৯ নভেম্বর ২০২৫

বঙ্গোপসাগরে ভাসমান ট্রলারসহ ১৩ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

কুতুবদিয়া উপকূল থেকে প্রায় ২০ মাইল দূরে ইঞ্জিন বিকল ট্রলার উদ্ধার

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান একটি মাছ ধরার ট্রলারসহ ১৩ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

শনিবার (৮ নভেম্বর) নিয়মিত টহল কার্যক্রমের সময় নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ ট্রলারটি শনাক্ত করে জেলেদের নিরাপদে উদ্ধার করে।

নৌবাহিনী জানায়, কুতুবদিয়া লাইট হাউজ থেকে প্রায় ২০ মাইল দূরে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসছিল। টানা তিন দিন ধরে আটকে থাকা জেলেরা নৌবাহিনীর টহলরত জাহাজ দেখে হাত নাড়ানো ও আলো সংকেতের মাধ্যমে সহায়তার আবেদন জানায়।

সংকেত পেয়ে ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ দ্রুত ঘটনাস্থলে গিয়ে জেলেসহ ট্রলারটি উদ্ধার করে। উদ্ধার অভিযানের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়।

পরবর্তীতে নৌবাহিনীর সদস্যরা ট্রলার ও জেলেদের নিরাপদে তীরে নিয়ে এসে তাদের পরিবার ও ট্রলারের মালিক পক্ষের কাছে হস্তান্তর করেন।

জেলেরা জানিয়েছেন, গত ৬ নভেম্বর থেকে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়লে তারা তিন দিন ধরে গভীর সমুদ্রে ভাসছিলেন। নৌবাহিনীর সময়োচিত পদক্ষেপে প্রাণে রক্ষা পান তারা।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ