১০ নভেম্বর ২০২৫

কোনো পরাজিত শক্তি নির্বাচনি জোয়ার থামাতে পারবে না: আবুল হা‌শেম বক্কর

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হা‌শেম বক্কর বলেছেন, “নির্বাচন নিয়ে একটি পক্ষ ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। নির্বাচন প্রলম্বিত করার জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে। কিন্তু এখন সারাদেশে নির্বাচনি হাওয়া বইছে, বহুদিন পর মানুষ নির্বাচনি উৎসবে মেতে উঠেছে। দেশের মানুষ পরিবর্তনের অপেক্ষায়, তারা ভোট দিতে এবং নিজেদের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয়। কোনো পরাজিত শক্তি বা তাদের দোসররা এ নির্বাচনি জোয়ার থামাতে পারবে না।”

তিনি আরও বলেন, “একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে সরকার ব্যর্থ হলে জাতি এ সরকারকে কখনো ক্ষমা করবে না। জনগণ এখন সজাগ, তারা গণতন্ত্র ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ।”

রবিবার (৯ নভেম্বর) বিকেলে নগরীর শাহ আমানত সংযোগ সড়কের রাজাখালী ব্রিজের মোড়ে চট্টগ্রাম-৯ (বক্সির হাট) সংসদীয় আসনের ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট প্রদানে উৎসাহিত করে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত লিফলেট বিতরণ ও গণসংযোগ পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজাখালী রোডের সামনে থেকে শুরু করে ভাঙ্গা ফুল, চাল পট্টি, নতুন রাস্তা হয়ে বেড়া মার্কেট এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

আবুল হা‌শেম বক্কর আরও বলেন, “১৯৭৫ সালের ১৫ আগস্ট জনগণ ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি পাওয়ার উদ্যোগ নিয়েছিল। একইভাবে ২০২৪ সালের ৫ আগস্ট দেশের সাধারণ মানুষ, ছাত্রসমাজ, রাজনৈতিক কর্মী ও ব্যবসায়ীরা আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে আন্দোলনে নেমে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। দুটি ঘটনাই আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণের সংগ্রামের বিজয়।”

সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান, সাবেক ধর্ম সম্পাদক হাজী নুরুল আকতার, সহ-আইন বিষয়ক সম্পাদক এড. তারেক আহমদ, সদস্য জসিম উদ্দিন মিন্টু, বক্সির হাট ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এস এম মফিজ উল্লাহ, বিএনপি নেতা হাজী ফেরদৌস ওয়াহিদ, হাজী নাছির উদ্দিন, হাজী আনিছুর রহমান, আবদুল খালেক, নরুল আবছার, মো. সেকান্দর, আবুল কালাম, সাইফুল ইসলাম মানিক, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ইদ্রিস আলম, দিদারুল আলম, দেলোয়ার হোসেন, এন মোহাম্মদ রিমন, আমিনুল ইসলাম সাজু, সামশুল ইসলাম, মো. কবির, মো. সোহেল, মো. আলো, এরশাদ চৌধুরী, মো. সাত্তার, মো. কাসেম, মো. মিজান, জাহেদুল ইসলাম, টিপু, নরুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ