১০ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর নগরীর কোতোয়ালী এবং চান্দগাঁও এলাকা থেকে ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- বাকলিয়া থানাধীন ডাইল বাড়ীর মিয়াখান নগর এলাকার মহসিন খানের ছেলে মো. মানিক খান প্রকাশ মানিক্যা এবং একই এলাকার মো. সিরাজের ছেলে মো. ইউনুছ।

বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার উদ্দিন বলেন, ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ