১০ নভেম্বর ২০২৫

ধর্মের অপব্যাখ্যাকারী উগ্রবাদীদের রুখতে প্রয়োজনে তরিকাপন্থীরা রাজপথে বাধ্য হবে  সাইফুদ্দিন মাইজভাণ্ডারী

মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর চেয়ারম্যান হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী বলেছেন, দেশে বর্তমানে ধর্মের অপব্যাখ্যা দিয়ে উগ্রবাদী চক্র তাদের হীনস্বার্থ চরিতার্থের চেষ্টা করছে।

এই উগ্রবাদীরা ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং মানবতার ওপর আঘাত হানছে।

তিনি বলেন, “তরিকাপন্থীরা যদি রাজপথে সক্রিয় হয়, তবে এই উগ্রবাদীদের লাগাম টেনে ধরা সম্ভব হবে। ধর্মের অপব্যাখ্যাকারী উগ্রবাদীদের রুখতে প্রয়োজনে তরিকাপন্থীরা রাজপথে নেমে আসতে বাধ্য হবে।”

রবিবার (৯ নভেম্বর) রাতে চাঁদপুর জেলার মতলবের বিভিন্ন এলাকায় আয়োজিত চারটি পৃথক ধর্মীয় মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহফিলগুলো অনুষ্ঠিত হয় দাউদকান্দি কেন্দ্রীয় খানকাহ শরীফে, মতলব কেন্দ্রীয় খানকাহ শরীফে, মতলব উত্তর উঠারচর আব্দুল কুদ্দুছ প্রধানের বাড়িতে, মতলব উত্তর সটাকী রহমানিয়া মইনীয়া খানকাহ ও মাজার শরীফের বার্ষিক ওরশ মাহফিলে।

প্রতিটি মাহফিলে তিনি ধর্মীয় মূল্যবোধ, সহনশীলতা ও মানবকল্যাণে তরিকাপন্থী আদর্শের গুরুত্ব তুলে ধরেন।

মাহফিলে আলোচনা করেন মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী, হাফেজ মাওলানা মুহাম্মদ কেরামত আলীসহ আরও বিশিষ্ট ওলামায়ে কেরাম।

শেষে সালাতু সালাম ও দোয়া-মুনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও মুক্তি কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী মাদ্দাজিল্লুহুল আলী।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ