বিএনপি নেতা ও ব্যবসায়ী মো. আব্দুল হাকিম হত্যা মামলার দ্রুততম সময়ে রহস্য উদঘাটন, অবৈধ অস্ত্র উদ্ধার ও হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের ঘটনায় চট্টগ্রাম জেলা পুলিশকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান এবং রাউজান-রাঙ্গুনিয়ার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী।
অভিনন্দন বার্তায় গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেন,
“দ্রুততম সময়ে বিএনপি নেতা ও ব্যবসায়ী মো. আব্দুল হাকিম হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, অবৈধ অস্ত্র উদ্ধার ও সংশ্লিষ্টদের গ্রেপ্তার করায় আমি চট্টগ্রাম জেলা পুলিশকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় ঘটনাটির রহস্য উদঘাটনসহ সন্ত্রাসীদের গ্রেপ্তার সম্ভব হয়েছে।”
তিনি আরও বলেন, “গত বছর (২০২৪) নভেম্বর মাসে রাউজানের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে চিঠি দিয়েছিলাম। তবে অজানা কারণে তখন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। আমার বিশ্বাস, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে ও পরে রাউজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র উপদেষ্টা ও চট্টগ্রাম জেলা পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। সন্ত্রাসীদের মূলোৎপাটন করে সুখী, সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাউজান গঠনে সবাই সহযোগিতা করবেন।”













