১৩ নভেম্বর ২০২৫

শহীদ শফিকুল আলম বাবলুর ২২তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ- বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহীদ শফিকুল আলম বাবলুর ২২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৪৪নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এ মাহফিল অনুষ্ঠিত হয় শেরশাহ হাউজিং এস্টেট জামে মসজিদে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪৪নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির আহবায়ক মামুন আলম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব জাফর আহম্মদ খোকন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের সদস্য আজিজ উদ্দিন মিন্টু, নাছিরাবাদ আঞ্চলিক শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুজিব, বায়েজিদ থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান ও শেখ আলাউদ্দিন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, নাছিরাবাদ আঞ্চলিক শ্রমিকদলের যুগ্ম সম্পাদক মো. আসলাম, বায়েজিদ থানা শ্রমিকদলের সাবেক সভাপতি মো. হাসান, মো. শরিফ, রিপন রেজা, বায়েজিদ থানা যুবদলের সাবেক আহবায়ক অরুপ বড়ুয়া, সাবেক যুগ্ম সম্পাদক খালেদ সায়েম, চাঁন মিয়া, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক অধ্যক্ষ মোশারফ, বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও ব্যবসায়ী নাজমুল হক বাবু, মহানগর যুবদলের সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সাবেক সহ-তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু প্রমুখ।

এ ছাড়া ৪৪নং ওয়ার্ড বিএনপি, যুবদল, শ্রমিকদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিপুল সংখ্যক উপস্থিত ছিলেন।

মিলাদ ও দোয়া মাহফিল শেষে নেতৃবৃন্দ শহীদ শফিকুল আলম বাবলুর কবরে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতে অংশ নেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ