৭ ডিসেম্বর ২০২৫

ফটিকছড়ি-২ আসনে বিএনপি’র মনোনয়ন পরিবর্তনের দাবিতে তৃণমূলের মানববন্ধন

চট্টগ্রামের ফটিকছড়ি-২ আসনে বিএনপি’র মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছে তৃণমূল নেতাকর্মীরা। 

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার বাগানবাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাগানবাজার বাজার চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও এলাকার সর্বস্তরের জনগণ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ফটিকছড়ি উপজেলা বিএনপির আহবায়ক জননেতা কর্ণেল (অব.) আজিম উল্লাহ বাহার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতা হিসেবে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে ফটিকছড়ি বিএনপি সংগঠিত ও শক্তিশালী হয়েছে।

বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাঁকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান।

তাঁরা আরও বলেন, আজিম উল্লাহ বাহার একজন সৎ, নির্ভীক ও জনপ্রিয় ব্যক্তি। তাঁকে প্রার্থী ঘোষণা করা হলে ফটিকছড়ি আসনে বিএনপি ব্যাপক জনসমর্থন অর্জন করবে এবং ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।

আরও পড়ুন