চট্টগ্রাম নগরের একটি সেলুনে চুল কাটার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন মো. ফয়সাল (৩০) নামের এক যুবক।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে নগরের চকবাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
মো. ফয়সাল বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের পূর্ব বাঁশখালা গ্রামের মাওলানা ছৈয়দ হোসেনের ছেলে।
পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, নগরের চকবাজার এলাকার একটি সেলুনে চুল কাটছিলেন ফয়সাল। এরই এক পর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন। দ্রুত তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হঠাৎ এমন মৃত্যুতে পরিবার, স্বজনসহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সুস্থ–সবল এক যুবকের অকাল মৃত্যুতে সবাই মুহ্যমান।













