২২ নভেম্বর ২০২৫

মোংলায় নিজ ঘরে আগুন দিয়ে স্বামীকে ফাঁসানোর অভিযোগ

বাগেরহাটের মোংলায় নিজ ঘরে আগুন দিয়ে তালাকপ্রাপ্ত স্বামীকে ফাঁসানোর অভিযোগ উঠেছে স্ত্রী লিমা বেগম, শ্যালক মো. মফিজুল শেখ ও মো. ফিরোজ শেখের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী স্বামী মো. মিজান মোল্ল্যা মোংলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গত সোমবার (১১ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দোয়ারীজারা এলাকায় এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

থানায় দায়েরকৃত অভিযোগ ও স্থানীয়দের দেওয়া তথ্য মতে জানা যায়, স্ত্রী লিমা বেগম ও শ্যালক মফিজুল শেখ দুশ্চরিত্র হিসেবে এলাকায় পরিচিত। প্রায় ১০ বছর আগে লিমা বেগমের সঙ্গে বিয়ে হয় মিজান মোল্ল্যার। তাদের এক ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর স্ত্রীর ইচ্ছেমতো শ্বশুরবাড়ির কাছেই ঘর তৈরি করে সেখানে বসবাস শুরু করেন মিজান।

বিয়ের এক বছরের মধ্যেই লিমা বেগম পরকীয়ায় জড়িয়ে পড়েন এবং স্বামীর সঙ্গে বিভিন্ন ধরনের দুর্ব্যবহার করতে শুরু করেন বলে অভিযোগ করেন মিজান মোল্ল্যা। তিনি প্রতিবাদ করলে লিমা উত্তেজিত আচরণ করতেন এবং সংসার না করার হুমকি দিতেন। এ বিষয়ে শ্যালক মফিজুল শেখ ও শাশুড়িকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেননি।

গত ১০/১০/২০২৫ তারিখে মিজান মোল্ল্যা বাড়িতে না থাকার সুযোগে শ্যালক মফিজুল শেখের সহযোগিতায় স্ত্রী লিমা বেগম তার মৎস্যঘের বিক্রির ৮০ হাজার টাকা, ব্যবহৃত স্বর্ণালঙ্কার ও জামাকাপড় নিয়ে ৩ নম্বর অভিযুক্ত মো. ফিরোজ শেখের সঙ্গে চট্টগ্রামে পালিয়ে যান। বর্তমানে তারা একসঙ্গে বসবাস করছেন বলে অভিযোগে উল্লেখ আছে।

স্ত্রীকে ফিরে আনার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে চেষ্টা করেও ব্যর্থ হন মিজান। এরপর তিনি ছেলেকে নিয়ে নিজ বাড়িতে ফিরে আসেন। স্ত্রীকে ফেরার অনুরোধ জানালে লিমা তাকে অশ্লীল ভাষায় গালাগাল করেন এবং জানান, ‘তোকে তালাক দিয়েছি, তোর সঙ্গে আর সংসার করবো না। আমাকে বিরক্ত করলে তোর নামে মামলা দেব।’

এরই মধ্যে গত মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে স্থানীয়দের মাধ্যমে জানা যায়, শ্বশুরবাড়িতে থাকা মিজান নির্মিত বসতঘরে আগুন লেগে পুড়ে গেছে। অভিযোগকারীর দাবি, ঘরটি তার শ্যালক মফিজুল শেখ দখল করে ব্যবহার করতেন এবং তারা ইচ্ছাকৃতভাবে ঘরে আগুন দিয়েছেন।

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, “আমরা উভয় পক্ষের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষী প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ