২২ নভেম্বর ২০২৫

ছাত্রলীগ নেতা জাহিদুল আলম গ্রেফতার

ফটিকছড়িতে ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম জাহিদুল আলম চৌধুরী। তিনি পাইন্দং ইউনিয়নের স্থায়ী বাসিন্দা এবং স্থানীয় ছাত্রলীগের সাবেক সক্রিয় নেতা হিসেবে পরিচিত।

শনিবার (১৫ নভেম্বর) রাতে বিশেষ অভিযানের মাধ্যমে শ্বেতকুয়া এলাকার তুফান আলী চৌধুরী বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।

স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জাহিদুল আলম এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তার, সাধারণ মানুষকে হুমকি-ভয়ভীতি প্রদর্শন এবং আধিপত্য প্রতিষ্ঠাসহ নানা অভিযোগে এলাকায় আলোচিত ছিলেন।

গ্রেফতারের বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, “জাহিদুল আলমকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ