চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ৫ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। তবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।
রবিবার ১৬ নভেম্বর বিকেলে সাড়ে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কুমিরা হাইওয়ে পুলিশের ওসি জাকির রাব্বানী বলেন, চট্টগ্রামমুখী লেনে সিডিএম পরিবহনের একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৫ জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বিস্তারিত আসছে…













