৭ ডিসেম্বর ২০২৫

লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযান; জুলাই যুদ্ধা ও যুবদল নেতার বাড়ির পাশ থেকে অস্ত্র উদ্ধার

লক্ষ্মীপুরে জুলাই যুদ্ধা ও যুবদল নেতা টুটুল পাটোয়ারীর বাড়ির পাশ থেকে অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী।

রবিবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আলী রাজা পাটোয়ারী বাড়ির এলাকায় এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর লক্ষ্মীপুর ক্যাম্প।

অভিযান চলাকালে পরিত্যক্ত অবস্থায় একটি বন্দুক, একটি রডের পাইপ, একটি দেশীয় রামদা ও দুটি নানচাকু উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সেনাবাহিনী লক্ষ্মীপুর ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো. নাঈম। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে দালাল বাজার ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সদস্য টুটুল পাটোয়ারী বলেন, “সেনাবাহিনী এসব জিনিস কোথায় পেয়েছে তা আমি জানি না। আমি দীর্ঘদিন ধরে দালাল বাজারে থাকি, বাড়িতে আমার থাকা হয় না। এসব বিষয়ে আমি কিছুই জানি না।”

আরও পড়ুন