২২ নভেম্বর ২০২৫

আনোয়ারায় হাসপাতাল–খাদ্য বেকারি ও শপিংমলসহ তিন প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট অভিযান চালিয়ে প্রাইভেট হাসপাতাল ও খাদ্য বেকারিসহ তিন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরার নেতৃত্বে আনোয়ারা মা ও শিশু জেনারেল হাসপাতাল, ঢাকা বেকারি এবং ফরচুন দীপুমনি শপিংমলে এ অভিযান পরিচালিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) জানান, বিভিন্ন অপরাধে ফরচুন দীপুমনিকে ৩০ হাজার টাকা, ঢাকা বেকারিকে ৫০ হাজার টাকা এবং আনোয়ারা মা ও শিশু জেনারেল হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, জনস্বার্থ ও শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

অভিযানে আনোয়ারা থানার আইনশৃঙ্খলা বাহিনী এবং ফায়ার সার্ভিসের একটি দল সহযোগিতা করে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ