আনোয়ারা উপজেলার বাকখাইন–কান্দরিয়া খালের ওপর প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে ছয়–ভেন্টের ‘বাকখাইন–কেঁয়াগড় রেগুলেটর’ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জুলাই যুদ্ধা ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য জোবাইরুল আলম মানিক। ২৪-এর জুলাই গণহত্যায় শহীদদের সম্মানে রেগুলেটরটির নামকরণ করা হয়েছে ‘জুলাই–৩৬ স্মৃতি’।
এসময় জোবাইরুল আলম মানিক বলেন, “বিগত সময়ে এখানে একটি স্লুইসগেট নির্মাণ করা হলেও ব্যাপক অনিয়মের কারণে এক বছরেই তা তলিয়ে যায়। এই প্রকল্পে কোনো ধরণের অনিয়ম হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” তিনি স্থানীয় সচেতন মানুষদের সহযোগিতা এবং চাঁদাবাজদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান।
চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ছয়–ভেন্টের ‘বাকখাইন–কেঁয়াগড় রেগুলেটর’-এর নির্মাণ কাজ আগামী ২০২৭ সালের জানুয়ারিতে শেষ হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে এ এলাকার প্রায় ৫ হাজার কৃষক উপকৃত হবেন। জুলাই শহীদদের স্মৃতি ধরে রাখতে এ প্রকল্পের নাম ‘জুলাই–৩৬ স্মৃতি’ রাখা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মাহবুবুর রহমান, আহত জুলাই যুদ্ধা জাফরুল ইসলাম চৌধুরী, নাঈম উদ্দিন, এনসিপির উপজেলা যুগ্ম সমন্বয়কারী ডালিয়া বড়ুয়া, দক্ষিণ জেলা এনসিপির সদস্য একেএম মোরশেদ, দিদারুল আলম, মোহাম্মদ ইফতি, মোহাম্মদ আনিস, জহির উদ্দিন চৌধুরী হিমেল, ইরফান মাহমুদ, স্বপ্নীল বড়ুয়া, বদরুদ্দোজা ফাহিম, স্থানীয় বাসিন্দা সেলিম উদ্দিন প্রমুখ।













