চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের গাউছিয়া মুঈনুল উলুম দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির অভিভাবক, সদস্য ও শিক্ষক প্রতিনিধিদের প্রাথমিকভাবে ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী, রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী মোহাম্মদ ইউনুচ চৌধুরী।
সোমবার (২৪ নভেম্বর) ৯ জন প্রতিনিধির ভোটারের মধ্যে সাতজন সদস্যের ভোট পেয়ে এই কমিটির ভোটে প্রাথমিকভাবে সভাপতি নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, দাতা সদস্য মোহাম্মদ আলী হোসেন আরিফ, অভিভাবক সদস্য আবদুর রহিম, আবু মুছ, মোহাম্মদ আলী, মো. জামাল উদ্দীন এবং শিক্ষক প্রতিনিধি।
মো. আবু নাছের চৌধুরী, মোহাম্মদ মুহিবুল্লাহ ও শিক্ষক (সংরক্ষিত) প্রতিনিধি জেবিন আকতার।
এতে ম্যানেজিং সদস্য সচিব (পদাধিকারবলে) উক্ত মাদ্রাসার প্রধান অধ্যক্ষ মওলানা আবদুস সাত্তারের উপস্থিতিতে এই ভোট অনুষ্ঠিত হয়।
শিক্ষানুরাগী ও ব্যবসায়ী মো. ইউনুছ চৌধুরী রাজনীতিবিদ এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবসায় সম্পৃক্ততা রয়েছেন। এছাড়া তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মানবিক কাজের সাথে জড়িত রয়েছেন।













