লক্ষ্মীপুর জেলার নবাগত পুলিশ সুপার মো. আবু তারেক বলেছেন, “আমি লটারির মাধ্যমে আপনাদের জেলায় এসেছি। নিজেও ভাবিনি এত দ্রুত কোনো জেলায় এসপি হিসেবে যোগদান করব। এখন আমাদের মূল লক্ষ্য আসছে ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করা সেটাই হবে আমার সফলতা।”
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ১২টায় লক্ষ্মীপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “সাংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ দায়িত্ব পালন করব। সাংবাদিকদের সঠিক তথ্য আমাদের কাজে সহায়তা করবে। আশা করি আপনাদের সহযোগিতা সবসময় পাব।”
সন্ত্রাস ও মাদক বিষয়ে এসপি তারেক বলেন, “নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে অস্ত্রধারী, সন্ত্রাসী ও মাদকসেবীদের গ্রেপ্তার করা হবে। কিশোর গ্যাং নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। থানায় অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি জানান, তার মোবাইল ফোন ২৪ ঘণ্টা খোলা থাকবে। যে কেউ যেকোনো সময় সরাসরি তথ্য দিতে পারবেন। পুলিশ ও জনগণের সমন্বয়েই নির্বাচনকে গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
বিগত সময়ে পুলিশের কিছু বিতর্কিত কর্মকাণ্ডে মানুষের আস্থা কমে গেছে উল্লেখ করে তিনি বলেন, “পুলিশ সদস্যরাও মানুষ, ভুল হতে পারে। তবে গঠনমূলক সমালোচনা ও পরামর্শ দিয়ে জেলাবাসী আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমাদের সহযোগিতা করবেন বলে আশা করি।”
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল করিম, প্রেসক্লাব সভাপতি হোসাইন আহমেদ হেলাল, সাবেক সভাপতি আ. হ. ম. মোস্তাকুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাভেলসহ আরও অনেকে।













