৮ ডিসেম্বর ২০২৫

লক্ষ্মীপুর সড়কে খানাখন্দ ভরাট সংস্কার চলমান: স্বস্তিতে সাধারণ মানুষ

লক্ষ্মীপুর সড়কে চলছে খানাখন্দ ভরাট সংস্কার কাজ। অক্টোবর থেকে শুরু হয়েছে ঢাকা-লক্ষ্মীপুর সড়কের লক্ষ্মীপুর–চন্দ্রগঞ্জ সড়কের সংস্কার কাজ। প্রায় ১৯ কিলোমিটার দীর্ঘ খানাখন্দভরা সড়কে বর্তমানে মেরামত বা রিপেয়ারিং কাজ চলমান রয়েছে।

২০২৪ সালে ভারত থেকে আসা পানি এবং অতিবৃষ্টির কারণে ঢাকা-লক্ষ্মীপুর/চট্টগ্রাম-লক্ষ্মীপুর এই মহাসড়কটি ডুবে যায়। ফলে প্রতিদিনই যানবাহনের চাপের কারণে সড়কটির বেহাল দশা দেখা দিয়েছিল। জনসাধারণের চলাচলে সড়কটি ছিল আতঙ্কের নাম।

এখন দৃশ্যপট একটু ভিন্ন। সড়কের সংস্কার কাজ দৃশ্যমান হওয়ায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও সন্তুষ্টি বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, “আমরা দীর্ঘদিন ধরে কষ্ট করেছি। এখন কাজ চলমান থাকায় সত্যিই স্বপ্ন পূরণ হচ্ছে। আমাদের প্রতিনিয়ত এই সড়কে চলাচল করতে হয়। সড়ক বিভাগ যেন অতিদ্রুত কাজটি সমাপ্ত করেন।”

লক্ষ্মীপুর সড়ক বিভাগ ইতোমধ্যেই ভাঙাচোরা অংশ কেটে ফেলা, নতুন বিটুমিন কার্পেট বসানো এবং ড্রেনেজের পানি নিষ্কাশন নিশ্চিত করার কাজ চলমান রেখেছে। মেরামত কার্যক্রমে শ্রমিকরা সকাল–সন্ধ্যা পর্যন্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

লক্ষ্মীপুর সড়ক উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, “বর্ষার অতিবৃষ্টির কারণে সড়কটির অনেক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল।

জনগণের দুর্ভোগ লাঘব করতে আমরা দ্রুত রিপেয়ারিংয়ের কাজ চালিয়ে যাচ্ছি। আশা করছি, কয়েক দিনের মধ্যে কাজ শেষ হলে জনগণ নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবে।”

লক্ষ্মীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, লক্ষ্মীপুর–চন্দ্রগঞ্জ সড়কটি ইতোমধ্যে মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য প্রেরণ করা হয়েছে। পারচেজ কমিটিতে সিএস অনুমোদন হবে।

আশা করা যায়, আগামী পারচেজ কমিটিতে এই রাস্তার অনুমোদন হতে পারে এবং কার্যাদেশ জানুয়ারি মাসের মধ্যে দেওয়া যেতে পারে।

ফেব্রুয়ারির মধ্যে বড় ধরনের কাজ শুরু হতে পারে। যতদিন কাজ শুরু না হচ্ছে ততদিন বিভাগীয়ভাবে মেরামত করে যান চলাচল সচল রাখা হবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ