চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সম্পন্ন হয়েছে এ.কে বিল্ডার্স উইথ ব্রিক এন্ড ব্লক প্রেজেন্টস ব্যাংকিং ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫। বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের একমাত্র ক্লাব বিএফএলডি-এর আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে অংশ নেয় পাঁচ দল ব্যাংকিং রোয়ালস, ব্যাংকিং ফ্যালকন্স, ব্যাংকিং এভেঞ্জার্স, ব্যাংকিং ডোমিনেটরস ও ব্যাংকিং চ্যালেঞ্জার্স।
২৩ নভেম্বর শুরু হওয়া প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয় ব্যাংকিং ফ্যালকন্স ও ব্যাংকিং ডোমিনেটরসের মধ্যে। টানটান উত্তেজনার ম্যাচে প্রথমে ব্যাট করে ডোমিনেটরস ১৪ ওভারে ৯৯ রান তোলে। জবাবে মাত্র ১১.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ফ্যালকন্স। দারুণ নৈপুণ্যের জন্য ম্যান অব দ্য ফাইনাল হন জাহিদুল ইসলাম, আর টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন শিমুল হাসান।
ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক। এছাড়াও উপস্থিত ছিলেন ড. তানবীর মোহাম্মদ হায়দার আরিফ, রুবায়েত হাসান, ড. শহীদ রাজন, হাসন মো. রাফি, মো. নোমান সিদ্দিক, মো. মুফিদুর রহমান, রাবেয়া আক্তার, আশরাফুল ইসলামসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ। অতিথিরা বলেন, এমন ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের দলগত চেতনা, নেতৃত্বগুণ ও সুস্থ প্রতিযোগিতা গড়ে তুলতে বড় ভূমিকা রাখে। টুর্নামেন্ট ঘিরে পুরো বিভাগজুড়ে সৃষ্টি হয় উৎসব ও সম্প্রীতির পরিবেশ।













