আলীকদম উপজেলায় অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে তিনটি ট্রাক ও একটি স্ক্যাভেটর জব্দ করা হয়েছে।
(১৪ ডিসেম্বর) রাত ০০:৩০ থেকে ০২:৩০ ঘটিকা পর্যন্ত আলীকদম উপজেলার ১নং সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পাহাড়তলী পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিএ-১১৪১৯, ক্যাপ্টেন মো. হিবরুল উম্মা হামীম (৩১ বীর, আলীকদম সেনাজোন)-এর নেতৃত্বে বি-টাইপ বিশেষ টহল দল এবং আলীকদম থানার টহল পুলিশের সহায়তায় আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মনজুর আলম মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মোবাইল কোর্টে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(চ) ধারা অনুযায়ী স্ক্যাভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে দুইজন অভিযুক্ত ব্যক্তিকে মোট ৫ লক্ষ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
একই সঙ্গে মাটি ভর্তি তিনটি ছোট ট্রাক – (রেজিস্ট্রেশন নং চট্টমেট্রো-য়-৩৮১, চট্টমেট্রো-অ-৩৬৯, চট্টমেট্রো-য়-৬১৭৭) এবং একটি মাটি কাটার স্ক্যাভেটর (রেজিস্ট্রেশন নং মৌলভীবাজার-ন-০০৯৭) জব্দ করা হয়।
জব্দকৃত প্রত্যেকটি গাড়ির মালিককে এক লক্ষ টাকা করে মোট চার লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযুক্তদের পরিচয়: ১. স্ক্যাভেটর মালিক: আব্দুর রহমান (৩৫), পিতা: মৃত আব্দুল গফুর, সাং: পানবাজার, ৫নং ওয়ার্ড, থানা: আলীকদম, জেলা: বান্দরবান।
২. স্ক্যাভেটর ড্রাইভার: আরাফাত হোসেন (১৭), পিতা: ফরিদুল আলম, সাং: পূর্ব কলাওজান, থানা: লোহাগাড়া, জেলা: চট্টগ্রাম।
উল্লেখ্য, অভিযুক্ত ব্যক্তিসহ আটককৃত ট্রাক ও স্ক্যাভেটর আলীকদম থানা পুলিশের সহায়তায় আলীকদম থানা হেফাজতে রাখা হয়েছে। অদ্য দুপুর ১২:০০ ঘটিকার মধ্যে অর্থদণ্ড পরিশোধ সাপেক্ষে জব্দকৃত যানবাহনগুলো অবমুক্ত করা হবে বলে জানা গেছে।













