১৭ ডিসেম্বর ২০২৫

মহান বিজয় দিবসে আনোয়ারা প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবস উপলক্ষে জাতির বীর সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে আনোয়ারা প্রেসক্লাব।  

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে আনোয়ারা উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদ মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দরা। পুষ্পস্তবক অর্পণ শেষে মুক্তিযুদ্ধে শহিদ সকল বীর মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এতে উপস্থিত ছিলেন, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম. আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম সাজ্জাদ, সিনিয়র যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক হিজবুল্লাহ সোহেল, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক এইচ এম মহিউদ্দীন মনজুর, ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কাজী আবদুল হান্নান ও আতিকুল ইসলাম হামীম প্রমুখ। এছাড়াও আনোয়ারা উপজেলা বিভিন্ন গণমাধ্যমকর্মী ও পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় প্রেসক্লাব নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ