১৮ ডিসেম্বর ২০২৫

আনোয়ারায় ইসলাহুল মুসলিমিন ফাউন্ডেশনের বর্ষপূর্তি ও বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইসলাহুল মুসলিমিন ফাউন্ডেশনের প্রথম বর্ষপূর্তি ও মহান বিজয় দিবস উপলক্ষে সকল শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার রায়পুর ফুলতলী এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনোয়ারা ইসলাহুল মুসলিমিন ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মো. ক্বারী আব্দুল মুমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি মাওলানা এস. এম. এরশাদুল্লাহ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র উপদেষ্টা মাওলানা কারী ফুরকান মাহমুদ।

বক্তারা মহান বিজয় দিবসে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সচেতন থেকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি ইসলাহুল মুসলিমিন ফাউন্ডেশনকে আরও এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মাওলানা হাফেজ নেজাম উদ্দিন তালুকদার, সহ-সভাপতি মাওলানা মো. ইসমাইল, সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ সিহাব উদ্দিন, প্রচার ও মিডিয়া সম্পাদক মাও. সাইফুল ইসলাম, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সাদ সাদেকী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মাওলানা ক্বারী আবু সালেহ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাফেজ মো. রাকিব, সমাজকল্যাণ সম্পাদক মাও. রিফাত মাহমুদ, ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ ইমরান, সিনিয়র সদস্য হাফেজ মাওলানা হাবিবুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরিশেষে শহীদদের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ