আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা ও কর্ণফুলী) সংসদীয় আসনে তিনজন প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
সোমবার (২২ ডিসেম্বর) সহকারী রিটার্নিং কার্যালয় থেকে মনোনয়ন ফরম তুলেন বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজাম, জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী জুবাইরুল আলম মানিক ও বাংলাদেশ ইসলামি ফ্রন্টের প্রার্থী এস এম শাহাজাহান। এতে মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
সকালে সরওয়ার জামাল নিজামের পক্ষে দলীয় নেতাকর্মী নিয়ে মনোনয়ন ফরম তুলেন পুত্র সাহওয়াজ জামাল নিজাম। এর আগে গত ৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় থেকে সরওয়ার জামাল নিজামকে প্রার্থী ঘোষণা করেন বিএনপি। সরওয়ার জামাল নিজাম চট্টগ্রাম-১৩ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ছিলেন।
এদিকে এস এম শাহাজাহানের পক্ষে মনোনয়ন ফরম তুলেন ইসলামি ফ্রন্টের নেতাকর্মীরা। এর আগে গত ৭ ডিসেম্বর তাঁকে দল থেকে চূড়ান্ত মনোনয়নের চিঠি তুলে দেন। এস এম শাহজাহান প্রায় ৪ দশক ধরে সুন্নিয়তের রাজনীতিতে সক্রিয়। আনোয়ারা-কর্ণফুলীর বিভিন্ন এলাকায় তার অনুসারীদের শক্তিশালী অবস্থান রয়েছে।
জুবাইরুল আলম মানিকের পক্ষে মনোনয়ন ফরম তুলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। এর আগে গত ১০ ডিসেম্বর জুবাইরকে এনসিপির প্রার্থী ঘোষণা করা হয়। গত জুলাইয়ের গণ-অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখার মাধ্যমেই জুবাইর রাজনৈতিক অঙ্গনে পরিচিতি পান। আন্দোলন চলাকালীন তিনি চট্টগ্রাম অঞ্চলের তরুণ ও ছাত্রসমাজকে সংগঠিত করেছিলেন।
আনোয়ারা উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ সালেহ জানান, উৎসবমুখর পরিবেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। এসময় প্রার্থীর নেতাকর্মীরা ফরম সংগ্রহ করেন।
বর্তমানে আসনটিতে মোট ১৬ টি ইউনিয়নের মধ্যে আনোয়ারায় ১১টি এবং কর্ণফুলীতে ৫টি ইউনিয়ন রয়েছে। আনোয়ারায় ভোটার ২ লাখ ৭৩ হাজার ৪৩০ জন এবং কর্ণফুলীতে ১ লাখ ৭ হাজার ৮৯৪ জন।













