২২ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রাম-১৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন লায়ন হেলাল উদ্দিন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা ও কর্ণফুলী) সংসদীয় আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোঃ হেলাল উদ্দিন।

সোমবার (২২ ডিসেম্বর) জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

মনোনয়ন ফরম সংগ্রহের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মাস্টার মোহাম্মদ রফিক, জাগির হোসেন, দিল মোহাম্মদ মঞ্জু, এম. মনসুর উদ্দিন, গাজী মোহাম্মদ ফোরকান, বখতিয়ার উদ্দিন, ওসমান সিকদার এবং দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির।

প্রসঙ্গগত, চট্টগ্রাম-১৩ আসনটি দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোঃ হেলাল উদ্দিনের রাজনৈতিক এলাকা হিসেবে পরিচিত। তার মনোনয়ন ফরম সংগ্রহের খবরে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকা, নেতাকর্মীদের নিয়মিত খোঁজখবর রাখা ছাড়াও তিনি সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন। ফলে এ আসনে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।

জানা গেছে, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন লায়ন মোঃ হেলাল উদ্দিন। তবে এ আসনে বিএনপি থেকে প্রাথমিকভাবে সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামকে মনোনয়ন দেওয়া হয়। এরপর সরওয়ার নিজামের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে প্রাথমিক মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন ও মশাল মিছিল করেন তৃণমূল বিএনপির নেতাকর্মীরা।

এছাড়া প্রার্থিতা পরিবর্তন চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত চিঠি দেন এ আসনের গুরুত্বপূর্ণ তিন বিএনপি নেতা। দল থেকে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি যে, শেষ পর্যায়ে কে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ