আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (কর্ণফুলী–আনোয়ারা) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আলী আব্বাস।
আজ সকালে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে আলী আব্বাসের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার ছেলে ও দলীয় নেতাকর্মীরা।
এ বিষয়ে আলী আব্বাস বলেন, “দীর্ঘদিন ধরে জুলুম-নির্যাতন উপেক্ষা করে রাজপথে জাতীয়তাবাদী আদর্শের পতাকা উড়িয়ে রেখেছি। এলাকার জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে তাদের সেবা করার লক্ষ্যেই মনোনয়নপত্র সংগ্রহ করেছি।”
তিনি আরও বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি সবসময় আপসহীন ভূমিকা রেখে আসছে।













