বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বন্দরনগরী চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা যুবদলের উদ্যোগে এক বিশাল স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর যুবদল নেতা আবদুর রশিদ চৌধুরী টিটুর নেতৃত্বে মিছিলটি বায়েজিদ বোস্তামী এলাকা থেকে শুরু হয়। মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক বাংলাবাজার, আরেফিন নগর, টেক্সটাইল ও শেরশাহ প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীদের উচ্ছ্বসিত স্লোগানে রাজপথ মুখরিত হয়ে ওঠে। মিছিল শেষে শেরশাহ মিনার প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আবদুর রশিদ চৌধুরী টিটু বলেন, “বাংলাদেশ বিনির্মাণের এই গুরুত্বপূর্ণ সময়ে তারেক রহমানের দেশে ফিরে এসে নেতৃত্ব দেওয়ার কোনো বিকল্প নেই। দেশের শোষিত ও বঞ্চিত জনগণ আগামী ২৫ ডিসেম্বর তাদের প্রিয় নেতাকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।”
তিনি আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে দেশের সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। কাঁধে কাঁধ মিলিয়ে ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।”
উক্ত স্বাগত মিছিলে বায়েজিদ থানা যুবদলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। সমাবেশে আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা আলাউদ্দিন, জহির উদ্দিন হিমেল, শেখ রহমান, আবু বক্কর, মো. সালাউদ্দিন, মো. ফারুক, রবিউল হাসান সান্ত, মো. কবির, জহিরুল ইসলাম বাবু, ফয়েজ উদ্দিন, মো. লিটন, মো. নজরুল ইসলাম, মো. মোক্তার, মো. কামাল, মো. মোস্তফা, মো. দুলাল, মো. কাউসার, মো. মহিউদ্দিন, মো. বাবুল, মো. ফরিদ, শামীম, আল-আমিন, মো. হারুন, ইয়াসিন তালুকদার, মো. রায়হান ও আরফাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।













