আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা ও কর্ণফুলী) সংসদীয় আসনে আরও তিনজন প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসানের মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলীয় নেতাকর্মীরা। একই সঙ্গে খেলাফত মজলিসের প্রার্থী ইমরান ইসলামাবাদী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এরফানুল হক হালীমের পক্ষেও মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

এর আগে চট্টগ্রাম-১৩ আসনে বিএনপিসহ আরও পাঁচজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

আনোয়ারা উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ সালেহ জানান, উৎসবমুখর পরিবেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ সময় প্রার্থীদের প্রতিনিধি ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বর্তমানে এই আসনটি মোট ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত, যার মধ্যে আনোয়ারায় ১১টি এবং কর্ণফুলীতে ৫টি ইউনিয়ন রয়েছে। আনোয়ারা উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ৭৩ হাজার ৪৩০ জন এবং কর্ণফুলী উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৭ হাজার ৮৯৪ জন।













