দীর্ঘদিন ধরে একটি মহল কর্তৃক প্রচারিত সকল প্রোপাগান্ডাকে মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণ করে রাউজান-রাঙ্গুনিয়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের সন্তান, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এবং বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী। তাঁরা উভয়েই সম্পর্কে আপন চাচা-ভাতিজা।
ইতিপূর্বে বিএনপির প্রাথমিক মনোনয়নও তাঁরা পেয়েছিলেন। যদিও একটি মহল দীর্ঘদিন যাবত চট্টগ্রাম-৬ (রাউজান) ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে চাচা-ভাতিজার মনোনয়নপ্রাপ্তি নিয়ে ব্যাপক নেতিবাচক প্রচারণা চালিয়েছিল। কিন্তু বিএনপির হাইকমান্ড চুলচেরা বিশ্লেষণ, বিভিন্ন সংস্থার জরিপ, ব্যাপক জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতার ভিত্তিতে রাউজান ও রাঙ্গুনিয়া আসনে বিএনপির কর্ণধার হিসেবে অতীতের ন্যায় চৌধুরী পরিবারের এই দুই সন্তানকেই বেছে নিয়েছে।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও হুম্মাম কাদের চৌধুরীর হাতে দলীয় চূড়ান্ত মনোনয়নপত্র তুলে দেওয়া হয়। এর আগে প্রাথমিক মনোনয়ন পেয়ে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও হুম্মাম কাদের চৌধুরীর পক্ষে গত ১৮ ডিসেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন বিএনপির প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ব্যক্তিগত সচিব ও কলামিস্ট এম. এ. মাসুদ।

রাউজান-রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা-কর্মী-সমর্থকদের উল্লাস: গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও হুম্মাম কাদের চৌধুরীর চূড়ান্ত দলীয় মনোনয়ন পাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর উল্লাসে ফেটে পড়েন রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলার বিএনপি নেতা-কর্মী ও সমর্থকরা। তাঁরা পরস্পর কোলাকুলির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং উভয় উপজেলার বিভিন্ন স্থানে মিছিল বের করেন। এছাড়া চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলায় চৌধুরী পরিবারের সমর্থকদের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।
উল্লেখ্য, বিএনপির হেভিওয়েট নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ইতিপূর্বে ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং হুম্মাম কাদের চৌধুরী এবারই প্রথম সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। হুম্মাম কাদের চৌধুরীর পিতা মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরী ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং ৩ বার মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছিলেন।













