২৭ ডিসেম্বর ২০২৫

আনজুমান ট্রাস্টের জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব সিরাজুল হকের ইন্তেকাল

আনজুমান-এ-রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের জয়েন্ট সেক্রেটারি জেনারেল ও বিশিষ্ট দ্বীনি ব্যক্তিত্ব আলহাজ্ব মুহাম্মদ সিরাজুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিওন)।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১২:১০ মিনিটে কদমতলীস্থ নিজ বাসভবনে তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে তাঁকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ২ কন্যা, ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমের জানাজা আজ শনিবার দুই দফায় অনুষ্ঠিত হবে।

প্রথম জানাজা: বাদ জোহর, চট্টগ্রাম বটতলী পুরাতন রেলস্টেশন চত্বরে। দ্বিতীয় জানাজা: বাদ আছর, ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা ময়দানে।

তাঁর এই আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আনজুমান-এ-রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মনজুর আলম মনজু, সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন, অ্যাডিশনাল সেক্রেটারি জেনারেল মুহাম্মদ সামশুদ্দীন, অ্যাসিস্টেন্ট জয়েন্ট সেক্রেটারি এস এম গিয়াস উদ্দিন সাকের, ফিন্যান্স সেক্রেটারি কামরুদ্দিন সবুর এবং প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি গোলাম মহিউদ্দিন।

এ ছাড়া আরও শোক প্রকাশ করেছেন গাউসিয়া কমিটির সাবেক চেয়ারম্যান ও আনজুমান ট্রাস্টের কেবিনেট সদস্য পিয়ার মোহাম্মদ কমিশনার, মোহাম্মদ হোসেন খোকন এবং মুখপাত্র অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

মরহুম সিরাজুল হক দীর্ঘ সময় ধরে গাউসিয়া কমিটির কেন্দ্রীয় সভাপতি এবং আনজুমান ট্রাস্টের জয়েন্ট সেক্রেটারি হিসেবে অত্যন্ত সফলভাবে নেতৃত্ব দিয়ে আসছিলেন। দ্বীনি খিদমতে তাঁর একাগ্রতার স্বীকৃতিস্বরূপ সম্প্রতি তাঁকে ‘দাওয়াত খায়র’ কার্যক্রম পরিচালনার জন্য স্ট্যান্ডিং কমিটির প্রধান হিসেবে বিশেষ দায়িত্ব প্রদান করা হয়। আনজুমান, জামেয়া ও গাউসিয়া কমিটির সাংগঠনিক ভিত্তি মজবুত করতে তাঁর অসামান্য অবদান আজীবন স্মরণীয় হয়ে থাকবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ