দুই পাশে সারি সারি পাহাড়, মাঝে ছবির মতো নীলাভ হ্রদ প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া ফয়’স লেকের মনোরম পরিবেশে অনুষ্ঠিত হলো কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম কলেজ-এর পুনর্মিলনী ও শিক্ষক সংবর্ধনা-২০২৫। ‘বন্ধনে পাক পূর্ণতা, ভালোবাসায় মুছে যাক শূন্যতা’ এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (২৬ ডিসেম্বর) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন অ্যাসোসিয়েশনের প্রায় ৪০০ সদস্য।
সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয় রেজিস্ট্রেশন কার্যক্রম। এরপর বোটযোগে সী-ওয়ার্ল্ডে গিয়ে তৃতীয় তলার হলরুমে অবস্থান নেন অ্যালামনাই সদস্যরা। পবিত্র কুরআন তিলাওয়াত, পবিত্র গীতা ও পবিত্র ত্রিপিটক পাঠের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতির আবহে অনুষ্ঠানের সূচনা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।
কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম কলেজ-এর আহ্বায়ক মোহাম্মদ নেয়ামত উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রিইউনিয়ন প্রোগ্রাম কমিটির আহ্বায়ক মোহাম্মদ রেজাউল করিম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো. মমতাজুল হাসান, সিমি বিশ্বাস, ওমেদ হাসান ও শারমিন সুলতানা টুম্পা।

স্বাগত বক্তব্যে মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘এই পুনর্মিলনী কেবল একটি আয়োজন নয়; এটি আমাদের শেকড়ের সঙ্গে পুনঃসংযোগ, শিক্ষক-শিক্ষার্থীর আজীবন বন্ধনের উদযাপন। প্রজন্ম থেকে প্রজন্মে কেমিস্ট্রির আলো ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য।’
অনুষ্ঠানের শুরুতে পরিবেশিত হয় থিম সং এবং কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারি। এরপর শিক্ষক ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের স্মৃতিচারণে আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। দিনব্যাপী আয়োজনে ছিল স্পোর্টস প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ নেয়ামত উল্লাহ খান বলেন, ‘চট্টগ্রাম কলেজের কেমিস্ট্রি বিভাগ আমাদের পরিচয়ের ভিত্তি। এই মিলনমেলা পারস্পরিক সৌহার্দ্য ও ভালোবাসাকে আরও দৃঢ় করবে। ভবিষ্যতেও শিক্ষকদের সম্মান ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্পৃক্ততা বজায় রাখতে আমরা কাজ করে যাব।’
সমাপনী পর্বে রিইউনিয়ন প্রোগ্রাম কমিটির সদস্য সচিব পাই মং উ মারমা ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, ‘সবার আন্তরিক সহযোগিতায় আজকের আয়োজন সফল হয়েছে। এই বন্ধন অটুট থাকুক এটাই আমাদের কামনা।’
পরিশেষে রিইউনিয়ন প্রোগ্রাম কমিটির আহ্বায়ক মোহাম্মদ রেজাউল করিমের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এ পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।













