কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটে পর্যটকবাহী জাহাজ ‘দ্যা আটলান্টিক ক্রুজ’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং শতভাগ ফিটনেস নিশ্চিত না হওয়া পর্যন্ত আজ রবিবার (২৮ ডিসেম্বর) থেকে কোনো জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যাবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসক এম এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার মূল সিদ্ধান্তসমূহ :
জরুরি পরীক্ষা : নৌপরিবহণ অধিদপ্তর, বিআইডাব্লিউটিএ ও ফায়ার সার্ভিসকে শনিবার রাতের মধ্যেই সচল জাহাজগুলোর অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও ফিটনেস পুনরায় যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। কেবলমাত্র পরীক্ষায় উত্তীর্ণ জাহাজগুলোই রবিবার চলাচলের অনুমতি পাবে।
তদন্ত কমিটি : অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান ও ভবিষ্যতে দুর্ঘটনা রোধে সুপারিশ প্রদানের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) নেতৃত্বে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
যাত্রী সমন্বয় : যেসব জাহাজের যাত্রা বাতিল হবে, সেগুলোর পর্যটকদের অন্য অনুমোদিত জাহাজে যাতায়াতের ব্যবস্থা করবে জেলা প্রশাসন।
প্রসঙ্গত, গত শনিবার সকাল ৭টার দিকে নুনিয়ারছড়া ঘাটে যাত্রী তোলার ঠিক আগ মুহূর্তে ‘দ্যা আটলান্টিক ক্রুজ’-এ আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও জাহাজের নিচতলায় ঘুমন্ত অবস্থায় নুর কামাল নামে এক কর্মচারী নিহত হন। তবে জাহাজে ১৯৪ জন পর্যটক ওঠার আগেই এই দুর্ঘটনা ঘটায় বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে।













