২৮ ডিসেম্বর ২০২৫

মিয়ানমারে বিকট বিস্ফোরণ: কেঁপে উঠল উখিয়া-টেকনাফ সীমান্ত

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জেরে ওপার থেকে ভেসে আসা ভয়াবহ বিস্ফোরণের শব্দে আবারও অশান্ত হয়ে উঠেছে কক্সবাজারের সীমান্ত এলাকা।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত ১১টার দিকে মাত্র ৩-৪ মিনিটের ব্যবধানে পরপর কয়েকটি বিকট শব্দে কেঁপে ওঠে উখিয়া ও টেকনাফের বিস্তীর্ণ জনপদ। হঠাৎ শুরু হওয়া এই তীব্র বিস্ফোরণের শব্দে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা যায়, শব্দের তীব্রতায় স্থানীয় অনেক বাসিন্দা ঘর থেকে বেরিয়ে আসেন। হোয়াইক্যং, পালংখালী, রাজাপালং, ঘুমধুমসহ সীমান্তবর্তী অন্তত ১৫টি গ্রামের মানুষ এ শব্দ শুনতে পায়।

বিকট এই শব্দে মাটি কেঁপে ওঠার মতো অনুভূতি হয়েছে অনেকের। স্থানীয় এক বাসিন্দা বলেন,‘শব্দে মাটি কেঁপে ওঠার মতো অনুভূতি হয়েছে। মনে হয়েছিল ভূমিকম্প হয়েছে। পরিবার নিয়ে বাইরে বের হয়ে আসি।’

জানা যায়, মিয়ানমারে শনিবার রাত ১১টা ২০ মিনিট পর্যন্ত জান্তা বাহিনীর এসএসএ যুদ্ধবিমান উত্তর মংডুর কিয়াও চাউং ডিভিশন ও গান চাউং ব্যাটালিয়নে অন্তত তিন দফা গোলাবর্ষণ করে। আকাশে এসময় একটি ওয়াই-১২ বিমানও উড়তে দেখা যায় বলে তাদের কিছু গণমাধ্যমের খবরে উল্লেখ রয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ