২৮ ডিসেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে এবার পদত্যাগ করলেন তাজনূভা জাবীন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন। আজ (২৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া পোস্টে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক জোট ও আসন সমঝোতার আলোচনার মধ্যে মতভেদের কারণে এর আগে এনসিপি থেকে পদত্যাগ করেছেন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে এনসিপির মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নেতা মীর আরশাদুল হক এবং গতকাল এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। পদত্যাগের সে তালিকায় এবার এল তাজনূভা জাবীনের নাম।

তিনি লিখেছেন, ‘আমার পদত্যাগের কারণ যতটা না জোট তার চেয়ে বেশি যে প্রক্রিয়ায় জোট হয়েছে। অবিশ্বাস, অনাস্থা মূল কারণ।‘

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ