জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চট্টগ্রামের ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে প্রেসিডেন্ট হিসেবে জুনায়েদ আহমেদ রাহাত এবং সেক্রেটারি জেনারেল (সাধারণ সম্পাদক) হিসেবে মঈন উদ্দিন নাহিদ নির্বাচিত হয়েছেন।
গত শুক্রবার (২৬ ডিসেম্বর) নগরের চিটাগং ক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত জেসিআই চট্টগ্রামের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
নতুন এই কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন একঝাঁক তরুণ নেতৃত্ব। কমিটির অন্যান্য সদস্যরা হলেন: আইপিএলপি: গোলাম সরোয়ার চৌধুরী। নির্বাহী সহসভাপতি: ডা. জুয়েল রহমান ও আল আমিন মেহেরাজ বাপ্পি। সহসভাপতি: সাদ বিন মুস্তাফিজ অনিন্দো, মোঃ সাদেক উর রহমান সাদাফ, অনিক বড়ুয়া ও ইঞ্জিনিয়ার তাইমুর আহমেদ। কোষাধ্যক্ষ: মুন্তাসির আল মাহমুদ।
বিশেষ পদসমূহ: সায়হান হাসনাত (এক্সিকিউটিভ এসিস্ট্যান্ট টু প্রেসিডেন্ট), শাহেদ আলী সাকি (জিএলসি), তৈয়্যবুর রহমান জাওয়াদ (লোকাল ট্রেনিং কমিশনার)।
বিভাগীয় চেয়ারপারসন ও পরিচালকবৃন্দ সংগঠনের কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে:
চেয়ারপারসন: শাহাব উদ্দিন চৌধুরী (ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার), ডা. নুরুল কবির মাসুম (মিডিয়া ও পিআর), কাইসার হামিদ ফরহাদ (জেসিআই ইন বিজনেস), সাকিব চৌধুরী (স্ট্রাটেজিক প্লানিং), মোঃ নিয়াজুর রহমান চৌধুরী (ডিজিটাল কমিটি) এবং আশিক আমান ইতাজ (ইভেন্ট কমিটি)। পরিচালক: মোহাম্মদ আনাস, ফয়সাল মাহমুদ, সারিশত বিনতে নূর, মো. জিয়া উদ্দিন, মোঃ রবিউল ইসলাম, শেখ মোহাম্মদ উজাইর, আবদুল্লাহ আল ফরহাদ এবং কাজি আমির খসরু।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ২০২৪ সালের জেসিআই চিটাগং প্রেসিডেন্ট ও জেসিআই বাংলাদেশের সহসভাপতি ইসমাইল মুন্না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট (ইলেক্ট) আরফিন রাফি আহমেদ এবং ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট (ইলেক্ট) শান সাহেদ। এছাড়াও উপস্থিত ছিলেন জেসিআই চিটাগং-এর সাবেক সভাপতি টিপু সুলতান শিকদার (২০২১) ও রাজু আহমেদ (২০২৩)।
নবনির্বাচিত প্রেসিডেন্ট জুনায়েদ আহমেদ রাহাত তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, “জেসিআই তরুণদের সংগঠন। চট্টগ্রামে আমাদের ১৪ বছরের যে গৌরবময় ঐতিহ্য রয়েছে, তা বজায় রেখে সবাইকে সাথে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই।”
উল্লেখ্য, ২০১২ সালে চট্টগ্রামে যাত্রা শুরু করা জেসিআই মূলত ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণদের বিশ্বব্যাপী একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যা তরুণদের নেতৃত্ব ও দক্ষতার উন্নয়নে কাজ করে।













