সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বিখ্যাত মুশরিফ পার্কে চট্টগ্রামের রাউজান উপজেলার হলদিয়া সর্তারকূল হযরত মাওলানা রমজান আলী (রহ.) স্মৃতি সংসদ প্রবাসী শাখার ৮ম বর্ষপূর্তি উপলক্ষে জমকালো পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব পালিত হয়।
দিবারাত্রির এই অনুষ্ঠানে দেশীয় ক্রীড়া প্রতিযোগিতা, মধ্যাহ্নভোজ, পিঠাপুলি উৎসব, ফটোশুট, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও নৈশভোজের আয়োজন ছিল। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান হলদিয়ার নবনির্বাচিত দুই সিআইপি আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ ওসমান আলী সিআইপি ও দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হাসান মোরশেদ সিআইপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুধাবির বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী মোহাম্মদ আসলাম উদ্দিন হাশেম, দুবাই ব্রেকফাস্ট রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ নাসের, শারজাহর আইটি ব্যবসায়ী ইঞ্জিনিয়ার গোলামুর রহমান মঞ্জু এবং মোছাফ্ফার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আজম খান প্রমুখ। সংগঠনের সভাপতি সাংবাদিক এম আবদুল মান্নানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান।
এ সময় বক্তব্য রাখেন মোজাম্মেল হক, মোহাম্মদ রাশেদ চৌধুরী, মোহাম্মদ সোহেল চৌধুরী, মোহাম্মদ দুলাল চৌধুরী ও মোহাম্মদ গিয়াস উদ্দিন প্রমুখ। খেলাধুলা পরিচালনা ও খাবার পরিবেশনায় ছিলেন মোহাম্মদ জাগের, মোহাম্মদ রফিক, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ নোমান, এম আলমগীর, মোহাম্মদ লিটন ও সাবেক শিক্ষক ইমরান প্রমুখ।
আমিরাতের বিভিন্ন অঞ্চল থেকে আগত শতাধিক নারী, পুরুষ ও শিশুর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানস্থল এক প্রাণবন্ত ‘মিনি সর্তারকূলে’ পরিণত হয়। অনুষ্ঠানে আগত অতিথিরা এ ধরনের আয়োজনের প্রশংসা করেন। আয়োজকরা উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।













