আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীসহ ৯ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) পর্যন্ত বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান, খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ ইমরান, জাতীয় পার্টির আবদুর রব চৌধুরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এস এম শাহজাহান, গণঅধিকার পরিষদের প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরী, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর প্রার্থী মোহাম্মদ এমরান, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী মু. রেজাউল মুস্তফা ও বিএনপির মো. আলী আব্বাস মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ সালেহ জানান, কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়া উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন। শেষ দিন পর্যন্ত চট্টগ্রাম-১৩ আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।













