আনোয়ারা উপজেলার প্রাচীনতম কওমি শিক্ষা প্রতিষ্ঠান বরুমচড়া ইসলামিয়া আজিজিয়া কাশেমুল উলুম মাদ্রাসা ও এতিমখানা’র বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের মাদ্রাসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইসলামী আলোচনা করেন জামেয়া জিরির পরিচালক মাওলানা হোবাইব বিন তৈয়ব, জামেয়া মোজাহেরুল উলুমের মুহাদ্দিস মাওলানা ক্বারী নুরুল্লাহ, জামেয়া ইসলামিয়া পটিয়ার মুহাদ্দিস মাওলানা কাজী আখতার হোসেন আনোয়ারী, আনোয়ারা কাফকো জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আবুল হোসাইন, আগ্রাবাদ জামে মসজিদের খতিব মাওলানা রিদওয়ান কাদের, কক্সবাজারের মাওলানা ওবায়দুল্লাহ রফিকী, আনোয়ারার মাওলানা হাবিবুল্লাহ কাসেমী, চট্টগ্রামের মাওলানা মুফতি শফি উদ্দিন মিনহাজ ও মাওলানা মুফতি নুরুল আলমসহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও ইসলামী চিন্তাবিদগণ।
বক্তারা বলেন, ইবাদতের পাশাপাশি সমাজ ও দেশকে সুন্দর রাখতে সৎ চরিত্র, উত্তম আচরণ, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা, আইন মেনে চলা এবং মানবিক মূল্যবোধ যেমন সততা ও সাম্য অত্যন্ত জরুরি। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যেখানে ইবাদত ও সামাজিক দায়িত্ব পালনের সমন্বয়ের মাধ্যমে একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব। ভালো ব্যবহারও ইবাদতের অন্তর্ভুক্ত, যা আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি সমাজকে উন্নত করে।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি এবং দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, ১৯৯৫ সালে আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নে দ্বীনি শিক্ষা প্রসারের লক্ষ্যে স্থানীয় বুজুর্গ হযরত আল্লামা আহমদ হাসান (রহ.) ইসলামিয়া আজিজিয়া কাশেমুল উলুম মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি এ মাদ্রাসা থেকে শিক্ষাগ্রহণকারী শিক্ষার্থীরা দেশের বিভিন্ন স্থানে দ্বীনি শিক্ষা প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।













