২১ জানুয়ারি ২০২৬

গিয়াস, আসলাম, হেলাল, হুম্মামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দাখিল করা প্রার্থীদের যাচাই-বাছাই চলছে। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আসলাম চৌধুরী, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হুম্মাম কাদের চৌধুরীর দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী :

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ (৩ জানুয়ারি) সকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে বিএনপির মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা জাহিদুল ইসলাম মিয়া।

এ সময় বিএনপির প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ব্যক্তিগত সচিব এম. এ. মাসুদ, কিউসি গ্রুপের নির্বাহী পরিচালক জে. এম. ইকবাল হাসান, নোয়াজিশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হুদা, মো. ফিরোজ মেম্বার, অ্যাডভোকেট রোকন উদ্দিনসহ রাউজান বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আসলাম চৌধুরী :

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ (৩ জানুয়ারি) সকালে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে যাচাই-বাছাই শেষে বিএনপির মনোনীত প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
এ সময় সীতাকুণ্ড উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ব্যারিস্টার মীর হেলাল :

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ (৩ জানুয়ারি) সকালে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে যাচাই-বাছাই শেষে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
এ সময় হাটহাজারী উপজেলার বিএনপি নেতা গিয়াস চেয়ারম্যান, ছাত্রদল নেতা ত্বকীবুল হাসান, মনিরুল আলম জনিসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

হুম্মাম কাদের চৌধুরী :

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য হুমাম কাদের চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ (৩ জানুয়ারি) সকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে বিএনপির মনোনীত প্রার্থী হুমাম কাদের চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা জাহিদুল ইসলাম মিয়া।

এ সময় বিএনপির প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বড় সন্তান ফাইয়াজ কাদের চৌধুরী, হুম্মাম কাদের চৌধুরীর সহধর্মিণী শাহানজার খান, সালাউদ্দিন কাদের চৌধুরীর ব্যক্তিগত সচিব এম. এ. মাসুদ, কিউসি গ্রুপের নির্বাহী পরিচালক জে. এম. ইকবাল হাসান, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি নেতা শওকত আলী নূর, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ইউসুফ চৌধুরী, আবু হানিফ চম্পাসহ রাঙ্গুনিয়া উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে বইছে নির্বাচনী হাওয়া।

আরও পড়ুন