আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা আপিলে প্রার্থীতা ফিরে পেয়েছে। ফলে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন তিনি।
শনিবার, ১০ জানুয়ারি নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ করে কমিশন।
ইসির অডিটোরিয়ামে শুনানি শেষে এ সিদ্ধান্ত দেয় কমিশন। এসময় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য কমিশনার উপস্থিত ছিলেন।
প্রার্থীতা ফিরে পেয়ে তাসনিম জারা সাংবাদিকদের বলেন, ‘সবার জনসমর্থনের কারণে আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে লড়াই করতে পারবো। আমরা এখন পছন্দের মার্কা নিয়ে আবেদন করতে পারবো। আমাদের পছন্দের মার্কা ফুটবল।’
এর আগে গত ৩ জানুয়ারি, শনিবার স্বাক্ষর জটিলতায় স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেন ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা। এসময় তাসনিম জারা জানান, তিনি নির্বাচন কমিশনে আপিল করবেন ।
মনোনয়নপত্র বাতিল হওয়া বিষয়ে তাসনিম জারা বলেন, দুজনের স্বাক্ষরের কারণে মনোয়নপত্র বাতিল হয়েছে। এদের জন্য একজন ভোটার জানতেন তিনি ঢাকা-৯ আসনের ভোটার। কিন্তু তিনি যে এই আসনের ভোটার নন, তা জানার সুযোগ ছিল না।
অপর একজন ভোটারের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তিনি ঢাকা-৯ আসনের ভোটার। কিন্তু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তিনি এই আসনের ভোটার নন।
প্রসঙ্গত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনের সময় জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করায় তিনি পদত্যাগ করেন। এরপর ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।













