১৫ জানুয়ারি ২০২৬

আনোয়ারায় বখতিয়ার পাড়া তরতীলুল কুরআন মাদ্রাসার সভা ও ক্বেরাত সম্মেলন সম্পন্ন

দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী আনোয়ারা বখতিয়ার পাড়া তরতীলুল কুরআন মাদ্রাসার আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন ও বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার ও বৃহস্পতিবার মাদ্রাসা প্রাঙ্গণে নানান কর্মসূচির মধ্য দিয়ে মাদ্রাসার সভা অনুষ্ঠিত হয়।

প্রথম দিনে মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পূর্ণমিলনী, শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে মাদ্রাসার হিফয সমাপ্তকারী শিক্ষার্থীদের পাগড়ি প্রদান, ওয়াজ মাহফিল ও ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়।

ওয়াজ মাহফিলে মাদ্রাসার ছদর মাওলানা ক্বারী ইছহাক আনোয়ারীর সভাপতিত্বে ইসলামী আলোচনা করেন আল্লামা তাহের নদভী কাসেমী, মাওলানা হাফেজ আবদুল হক, মাওলানা মুফতি আবুল হোসাইন, মাওলানা রিদওয়ান হামিদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদ্রাসার পরিচালক ক্বারী জাফর শফি, নির্বাহী পরিচালক ক্বারী শিব্বির আহমদ, সহকারী পরিচালক ক্বারী মো. সাইফুল্লাহ। ক্বেরাত সম্মেলনে মাদ্রাসার প্রাক্তন ক্বারী শিক্ষার্থীসহ দেশের ক্বারীগণ কুরআন তেলাওয়াত করেন।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এদিকে শুক্রবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে তানযীমুল কুররা বাংলাদেশের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ