১৫ জানুয়ারি ২০২৬

মিরসরাইয়ের সাংবাদিকতার বাতিঘর খ্যাত নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, মাসিক মিরসরাই ও সাপ্তাহিক বন্দর নগরী পত্রিকার সম্পাদক, সাংবাদিকতার বাতিঘর খ্যাত মুহাম্মদ নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ।

২০২৩ সালের ১১ জানুয়ারি এই দিনে ৬১ বছর বয়সে চিরবিদায় নেন তিনি। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিরসরাই প্রেসক্লাবের পক্ষ থেকে নিজাম উদ্দিনের জন্য দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি দেওয়া হয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া-মোনাজাত ও কুরআন খতম করবে মরহুমের পরিবার।

প্রথিতযশা এ সাংবাদিককে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে মিরসরাইয়ে কর্মরত সাংবাদিকবৃন্দ। মফস্বলের প্রবীণ এ সাংবাদিক ১৯৬১ সালে জন্মগ্রহণ করেন মিরসরাই পৌরসভার নাজিরপাড়া গ্রামের মোজাফ্ফর আহমদ সওদাগর বাড়িতে। সাংবাদিক হিসেবে সুদীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবন রয়েছে তাঁর।

১৯৮৬ সালের দিকে ছাত্রজীবনে সংবাদপত্রের প্রতি সাংবাদিক মুহাম্মদ নিজাম উদ্দিনের অনুরাগ সৃষ্টি হয়। ওই সময় নগরীর চকবাজারে ‘বিবরণী’ নামের একটি পত্রিকা স্টলে তিনি নিয়মিত যাতায়াত করতেন। দেশ-বিদেশের নানান কাগজ পড়তেন। পরে ১৯৮৭ সালের ২০ অক্টোবর নিজের এলাকা মিরসরাইয়ে ‘মেসার্স সংবাদ বিতান’ নামের একটি পত্রিকা এজেন্ট খুলেন। ১৯৮৮ সালে চট্টগ্রামের দৈনিক নয়াবাংলা (বর্তমানে আধুনালুপ্ত) পত্রিকায় মিরসরাই সংবাদদাতা হিসেবে সাংবাদিকতা শুরু করেন। এরপর একে একে দৈনিক জনতা, বাংলার বাণী, দৈনিক পূর্বকোণ ও দৈনিক জনকণ্ঠের মতো প্রভাবশালী সব কাগজে সাংবাদিকতা করেন। তবে সবচেয়ে বেশি সময় কাজ করেন চট্টগ্রামের দৈনিক পূর্বকোণে। ওই সময় তিনি পূর্বকোণের প্রতিষ্ঠাতা ইউসুপ চৌধুরী ও বার্তা সম্পাদক নাছির উদ্দিন চৌধুরীর খুব আস্থাভাজন হয়ে ওঠেন। ২০০২ সালের দিকে তিনি পূর্বকোণ পত্রিকা থেকে অবসর নেন। সাংবাদিকতা জীবনে তিনি অসংখ্য ইতিবাচক ও অনুসন্ধানী প্রতিবেদন লিখে প্রশংসিত হয়েছেন, কুড়িয়েছেন খ্যাতি।

১৯৯৩ সালে দেশের প্রথিতযশা সাংবাদিক নূরুল ইসলামের অনুপ্রেরণা ও পরামর্শে তিনি প্রতিষ্ঠা করেন ‘মিরসরাই প্রেস ক্লাব’। ১৯৯৫ সালের নভেম্বর মাসে তিনি সরকারি ডিক্লারেশন নিয়ে প্রকাশ করেন মিরসরাই অঞ্চলের প্রথম এবং চট্টগ্রাম অঞ্চলের (উপজেলা পর্যায়) দ্বিতীয় সংবাদপত্র ‘মাসিক মিরসরাই’। এরপরে ২০০৪ সালের ৭ মার্চ সরকারি ডিক্লারেশন নিয়ে চট্টগ্রাম থেকে প্রকাশ করেন সাপ্তাহিক বন্দর নগরী। এ সংবাদপত্রের মাধ্যমে তিনি অসংখ্য সংবাদকর্মী সৃষ্টি করতে সমর্থ হন, যাদের অনেকেই আজ দেশের প্রথম সারির সংবাদপত্রে কর্মরত রয়েছেন।

প্রয়াণ দিবসে সাংবাদিক নিজাম উদ্দিনের জন্য শোক প্রকাশ করছে মিরসরাই আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী নুরুল আমিন, জামায়াতে ইসলামের প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমানসহ অন্যান্য রাজনৈতিক দল।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ