১৫ জানুয়ারি ২০২৬

লক্ষ্মীপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ মানবাধিকার কমিশনের (বিএইচআরসি) ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে। একই অনুষ্ঠানে বিএইচআরসির মহাসচিব ড. সাইফুল ইসলাম এবং লক্ষ্মীপুর জেলা সভাপতি সামছুল করিম খোকনের জন্মদিন উদযাপন করা হয়। পাশাপাশি বাংলাদেশ মানবাধিকার কমিশন লক্ষ্মীপুর জেলা শাখার নবগঠিত কমিটির সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ করা হয়।

শনিবার (১০ জানুয়ারি) সকালে লক্ষ্মীপুর শহরের রোজ গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে বাংলাদেশ মানবাধিকার কমিশন লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মানবাধিকার বিষয়ে বিভিন্ন আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন মানবতাবাদী নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ‘নতুন কুঁড়ি–২০২৫’ খ্যাত শিশু শিল্পী সুবাইতা বিনতে করিমের কৌতুক অভিনয় দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে। তার অভিনয় সবাই আনন্দের সঙ্গে উপভোগ করেন।

লক্ষ্মীপুর জেলা মানবাধিকার কমিশনের সভাপতি সামছুল করিম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আ.হ.ম. মোশতাকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মোশতাকুর রহমান বলেন, মানবাধিকারকর্মী ও সাংবাদিকরা মানবতার কল্যাণে কাজ করেন। আমরা সবাই মিলে সমাজে মানবতার পক্ষে কাজ করে যাব। তিনি আরও বলেন, সংগঠনের নাম ব্যবহার করে যেন কেউ অনিয়ম না করতে পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। ভুয়া সাংবাদিকদের মাধ্যমে বিভিন্ন সংগঠনের নামে চাঁদাবাজির বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে সামছুল করিম খোকন বলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন জাতিসংঘ মানবাধিকার কমিশনের অধিভুক্ত একটি সংগঠন। তিনি বলেন, দীর্ঘ ২৪ বছর ধরে লক্ষ্মীপুর জেলায় মানবাধিকার কমিশনের নেতৃত্ব দিয়ে আসছি। এ সময় বাল্যবিবাহ প্রতিরোধ, রক্তদান কর্মসূচি, বন্যায় ত্রাণ বিতরণ, শীতবস্ত্র বিতরণসহ অসংখ্য সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করেছি। পাশাপাশি বহু পারিবারিক বিরোধ নিষ্পত্তিতে সালিশের মাধ্যমে ভূমিকা রেখেছি। তিনি আরও জানান, তার সংগঠনের কোনো সদস্য অনিয়মে জড়িয়েছে এমন অভিযোগ এখন পর্যন্ত শোনা যায়নি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, সদস্য সেলিম উদ্দিন নিজামী, বাংলাদেশ মানবাধিকার কমিশন লক্ষ্মীপুর জেলা সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউস সানি আকাশসহ জেলা, পৌরসভা ও উপজেলা কমিটির মানবাধিকারকর্মীরা।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ