১৫ জানুয়ারি ২০২৬

আনোয়ারায় কানু শাহ্ (রহঃ)-এর পবিত্র পৌষ বিষু ও বার্ষিক ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা

আনোয়ারায় পাঁচ তরিকার পীর হযরত শাহ্ ছুফী আলী রজা ওরফে কানু শাহ্ (রহঃ)-এর তিন দিনব্যাপী পবিত্র পৌষ বিষু ও বার্ষিক ওরশ মোবারক সফলভাবে আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় ওষখাইন শাহ্ আলী রজা (রহঃ) আলীম মাদ্রাসা প্রাঙ্গণে আঞ্জুমানে পাক পাঞ্জেতন শাহ্ আলী রজা (রহঃ) ট্রাস্টের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের চাঁদ মিয়া প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি পবিত্র ওরশ শরীফের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন শাহজাদা মাওলানা মুহাম্মদ নেছার মিয়া, হাসান জিয়াউল ইসলাম চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ট্রাস্টের সদস্যরা।

সভায় ওরশ উপলক্ষে আগত আশেকান, ভক্ত ও মুরিদানদের সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা, খাদ্য ব্যবস্থাপনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতা সুন্দরভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ