চট্টগ্রামের হাটহাজারীতে হালদা নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে ৮টি চরঘেরা জাল জব্দ করা হয়েছে। যার দৈর্ঘ্য প্রায় ১ হাজার ৪শ মিটার।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৩টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার রামদাস হাট থেকে নাংলমোড়া পর্যন্ত এই অভিযান চালানো হয়। এ সময় আজিমের ঘাট, উত্তর মেখল ও ছিপাতলী এলাকার একাধিক পয়েন্ট থেকে অবৈধ জাল জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী। তিনি বলেন, হালদা নদী দেশের একমাত্র প্রাকৃতিক কার্পজাতীয় মাছের প্রজননক্ষেত্র। এ নদীর মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ জাল ব্যবহার ও মাছ শিকার সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে হালদা প্রকল্পের বেশ কয়েকজন পাহারাদার অংশ নেন।













