১৫ জানুয়ারি ২০২৬

পটিয়ায় ট্রাক-কাভার্টভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত ২

চট্টগ্রামের পটিয়ায় ট্রাক ও কাভার্টভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই চালক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর ৬টায় উপজেলার বাইপাস সড়কের ভাটিখাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসা একটি ট্রাক ভাটিখাইন পয়েন্টে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্টভ্যানের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে দুই গাড়ির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চালকেরা গাড়ির ভেতর আটকে পড়ে গুরুতর আহত হন।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের এসআই মো. মোশাররফ হোসেন জানান, দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য পটিয়া বাইপাস সড়কে যান চলাচল ব্যাহত ছিলো। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও পড়ুন