২১ জানুয়ারি ২০২৬

আনোয়ারায় মেয়েকে নিয়ে খালে ঝাঁপ, শিশুর মৃত্যু; মা আশঙ্কাজনক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মেয়েকে সঙ্গে নিয়ে ইছামতী খালে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনায় ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খাদ্য গুদামের পাশে ইছামতী খালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম রাইছা (৮)। সে বারখাইন ইউনিয়নের সৈয়দ কুচাইয়া হাজী আফজাল আহমদের বাড়ির প্রবাসী কায়সারের মেয়ে। তিন সন্তানের মধ্যে রাইছা ছিল সবার ছোট। সে চট্টগ্রাম সদরের একটি কিন্ডারগার্টেন স্কুলের কেজি শ্রেণির শিক্ষার্থী। তার মা জান্নাতুল ফেরদৌস (৩২) চাতরী ইউনিয়নের সুজারমল্লা পাড়ার আব্দুল লতিফের মেয়ে।

জান্নাতুল ফেরদৌসের শ্বশুরবাড়ির এক সদস্য মহিম জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে জান্নাতুল ফেরদৌস মেয়েকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে বের হন। পরে খবর পেয়ে হাসপাতালে এসে জানতে পারেন, রাইছা মারা গেছে এবং তার মা চিকিৎসাধীন।

তবে জান্নাতুল ফেরদৌসের মা খদিজা আক্তার অভিযোগ করে বলেন, শাশুড়ির নির্যাতনের কারণে তার মেয়ে নাতনিকে নিয়ে খালে ঝাঁপ দিতে বাধ্য হয়েছে। এ ঘটনার জন্য তিনি মেয়ের শ্বশুরবাড়ির লোকজনকে দায়ী করেন।

ফায়ার সার্ভিস আনোয়ারা স্টেশনের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ জানান, এক ভ্যানচালকের কাছ থেকে খবর পেয়ে দুপুর পৌনে ১টার দিকে মা-মেয়েকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মুছার্রাত জানান, পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। তার মা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে এবং আহত মাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন