৮৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা একটি মামলায় পাহাড়তলী চক্ষু হাসপাতালের ডা. রবিউল হোসেনের ছেলে রিয়াজ হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
পুলিশ জানায়, গতরাত সাড়ে ১০টার দিকে পাহাড়তলী চক্ষু হাসপাতাল এলাকা থেকে পাহাড়তলী থানা পুলিশ রিয়াজ হোসেনকে গ্রেপ্তার করে। আদালতের জারি করা গ্রেপ্তারি ওয়ারেন্টের ভিত্তিতেই তাকে আটক করা হয়।
গ্রেপ্তারের পর গতকাল দুপুরে রিয়াজ হোসেনকে পুলিশ আদালতে প্রেরণ করে। এ সময় তার পক্ষে জামিন আবেদন করা হলে দীর্ঘ শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, ৮৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ডা. রবিউল হোসেন, তার পুত্র রিয়াজ হোসেন, মোহাম্মদ মোস্তাফিজ, জাহাঙ্গীর আলম খান ও ডা. কিউ এম ওহিদুল আলমকে আসামি করে খুলশী থানায় একটি মামলা রেকর্ড করা হয়।













