২১ জানুয়ারি ২০২৬

লক্ষ্মীপুরে ডিবি পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন আটক

লক্ষ্মীপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় এলজি পাইপগান ও দুটি কার্তুজসহ আনোয়ার হোসেন (২৫) নামে একজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ মিডিয়া সেলের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

ডিবি পুলিশের একটি দল সদর থানাধীন ৬নং ভাঙ্গাখা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের অলিপুর এলাকায় সোহাগ হাজীর বাড়িতে রাকিবের বসতবাড়ি থেকে আনোয়ার হোসেনকে গ্রেফতার করে।

আটক আনোয়ার হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলার মিরিকপুর গ্রামের ৯নং ওয়ার্ডের বাসিন্দা এবং ইসমাইল হোসেনের ছেলে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, “আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

আরও পড়ুন